![]() |
Jokes- ebhabe |
Funny jokes for school competition.
শিক্ষক ও ছাত্র
শিক্ষক: নিহা নিহা বলে কাকে ডাকছিস?
মানিক: ভুল বুঝবেন না স্যার । নিহা আমার ছেলে বন্ধু ।
শিক্ষক: ছেলের নাম কি করে নিহা হয় …...
মানিক: স্যার, ওর নাম নিতাই হাওলাদার। তাই আমরা ওকে নিহা বলে ডাকি ।
শিক্ষক: ফিসফিস করে, ভাগ্গিস তোদের সময় আমার জন্ম হয়নি । নয়তো শান্তনু লাহিড়ী না বলে আমায় শালা বলে ডাকতিস ।
মানিক: কিছু বললেন স্যার….,
শিক্ষক: অঙ্গভঙ্গি করে.. না কিছু না ।
শিক্ষক: হাজিরা খাতায় নাম - মানিক, রতন, লেবু, গোপাল, জগা , নিমাই (প্রত্যেকে উপস্থিত স্যার)
শিক্ষক: গত কাল স্কুলে আসিসনি কেন?
লেবু: স্যার বার্ডফ্লু হয়েছিল….
শিক্ষক: বার্ডফ্লুতো মুরগির রোগ ।
লেবু: স্যার.... যখন মুরগি বানিয়ে নীল ডাউন করে রাখেন তখন মনে থাকেনা....?
শিক্ষক: ক্রিকেট বিষয়ে একটা রচনা লেখ...সবাই লেখছে
গোপাল: বৃষ্টির কারণে মাঠ পরিত্যাক্ত, খেলা শেষ । লিখে বসে আছে….
শিক্ষক: কিরে লেখছিসনা কেন? স্যার লেখা শেষ । ... দেখি .... স্যার সেটা পড়ে ও ভীষণ রেগে যায়....রচনা লেখা বন্ধ কর।
শিক্ষক: আচ্ছা ... যদি তোদের এক পাশে টাকা আর এক পাশে জ্ঞানের বই রাখা হয়, তাহলে তোরা কোনটা নিবি?
রতন: স্যার… অবশ্যই টাকা নিবো ।
শিক্ষক: আমি তোমাদের জায়গায় থাকলে অবশ্যই জ্ঞানের বই নিতাম ।
রতন: স্যার… যার যেটার অভাব.....
শিক্ষক: রেগে...বল… নবাব সিরাজউদ্দৌলাকে কে খুন করেছে....
মানিক: খোদার কিরা স্যার….আমি খুন করিনি….
গাছ থেকে পড়ে ছেলেটি মরে গেলো.... এটা কোন কারক?
জগা: ক্ষতি কারক স্যার….
শিক্ষক: সে ঢাকা থাকে .... এর ইংরেজি কি বল ?
নিমাই: He
lives in covered.
রতন: স্যার বলেনতো কাক ডাকে কাকা …. এর ইংরেজি কি?
শিক্ষক: অনেক চেষ্টা করে…. একটু চালাকি করে প্রস্থান
ছাত্র: কাক ডাকে কাকা এর ইংরেজি Crow
called uncle.
স্যার….জানেনা তাই পালিয়েছে চল আমাদেরো ছুটি ।
আমরা ছাত্র আমরা বল ….আমরা বদের দল (2)
পড়ার সময় বোম বানাই আর ….পকেটে রাখি পিস্তল (2)
আমরা ছাত্র আমরা বল ….আমরা বদের দল (2)